পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাবিতে যত আয়োজন

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০১:০১; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৮:৫৭

ফাইল ছবি

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থাকছে নানা অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২১ জুন (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক পত্রে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে এদিন বেলা সাড়ে দশটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করবে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগ ও হল প্রশাসনের সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিজ নিজ ব্যানারে অংশ নেবেন।

এরপর বেলা ১১ টায় ছাত্র উপদেষ্টা দপ্তরের ব্যবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া সেতু উদ্বোধন উপলক্ষে সন্ধ্যা সোয়া সাতটায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top