বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড

জমায়েত হতে পারবে না ৫ জনের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মে ২০২৩ ২৩:৪২; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৮:১৭

সংগ্রহীত

রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি বাতিল হয়েছে। বিএনপির কার্যালয়ে দেওয়া হয়েছে তালা। মঙ্গলবার সকাল থেকে বিএনপি কার্যালয়সহ মধ্য নগরীজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পুলিশ। বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।

সিটি নির্বাচনের প্রাক্কালে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

বিএনপির অভিযোগ, সিটি নির্বাচন নয়, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘটনার কারণে বিএনপিকে কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, সিটি নির্বাচনের প্রাক্কালে পদযাত্রা কর্মসূচি পালন করলে মহানগরীতে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা নিশ্চিতে রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক পুলিশ কমিশনার সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুরের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকির অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক চাঁদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও পুঠিয়া থানায় দুটি মামলা হয়েছে। মামলার পর থেকে পলাতক চাঁদ। তবে তাকে গ্রেফতারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top