১২.১ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২ ২১:৩২; আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৯:৩০

ছবি: সংগৃহীত

হিমালয়ের কোলঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। খবর ঢাকা মেইল। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ ‘ঢাকা মেইল’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিমালয়ের কোলঘেঁষা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বিগত কয়েকদিন থেকে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে।

ধীরে ধীরে শীতের মাত্রা বেড়ে কমছে এ অঞ্চলের তাপমাত্রা। আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর ) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়া পরিবর্তনের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বির্পযস্ত করে তুলেছে। এই শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন।

এনএ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top