শতভাগ ফেল করায় সিরাজগঞ্জের ৩ মাদরাসাকে শোকজ

শতভাগ ফেল করায় সিরাজগঞ্জের ৩ মাদরাসাকে শোকজ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২ ০৮:১৯; আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৫:২৭

ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি স্কুলে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ ঘটনায় জবাব চেয়ে ওই তিন শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক স্বাক্ষরিত শোকজ নোটিশ ওই তিনটি প্রতিষ্ঠানে পৌঁছেছে। আগামী তিন কর্ম-দিবসের মধ্যে লিখিতভাবে এর জবাব দিতে বলা হয়েছে নোটিশে।

শোকজ নোটিশ পাওয়া এমপিওভুক্ত ওইসব প্রতিষ্ঠান হলো- জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ইসলামপুর (মাঝিপাড়া) ধরইল দাখিল মাদরাসা, রামকৃষ্ণপুর ইউনিয়নের কালিকাপুর দাখিল মাদরাসা ও বড়পাঙ্গাসী ইউনিয়নের খন্দকার নূরুন নাহার জয়নাল আবেদিন দাখিল মাদরাসা।

এর আগে, সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওইদিন জানা যায় ওই তিনটি প্রতিষ্ঠানের কেউই পাস করেনি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নজরে আসায় সাথে সাথে এই তিন প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কালিকাপুর দাখিল মাদরাসার সুপার ওবায়দুল্লাহ শেখ বলেন, আজ নোটিশটি পেয়েছি, তিন কর্ম-দিবসের মধ্যে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। খন্দকার নুরুন্নাহার জয়নাল আবেদীন দাখিল মাদরাসার সুপার রেজাউল করিম ও ইসলামপুর ধরইল (মাঝিপাড়া) দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম ও নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক শোকজ নোটিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, গণমাধ্যমে বিষয়টি জানার পর ওই প্রতিষ্ঠানগুলোর প্রধানকে তিন কর্ম-দিবসের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। উত্তর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

#এমএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top