হঠাৎ ধুলি ঝড়ে ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১ ০৬:৩২; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৯:১১

হঠাৎ ধুলি ঝড়ে ভোগান্তিতে পড়ে রাজশাহীর নগরবাসী। দুই ঘণ্টাব্যাপী ধূলিঝড়ে  অনেকস্থানেই গাছপালা উপড়ে যায়। আর ঝড়ের কারণে পুরো নগরীতে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিলো। আবহাওয়া অফিস জানায়, ঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঝড়ে নগরীর সড়কবাতিগুলোর পোলও উপড়ে যায়।

রোববার বিকেল ৪টার সময় থেকে চারদিকে অন্ধকার হয়ে ব্যাপক ধূলিঝড় আরম্ভ হয়। ধূলিঝড় চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধূলিঝড় শুরুর পরই বিদ্যুৎ চলে যায়। রাত ৯টার সময়ও অনেক এলাকায় বিদ্যুৎ ছিলো না। 

এদিকে নেসকো জানায়, ধূলিঝড়ের কারণে বিলবোর্ডে অনেকস্থানে বিদ্যুতের সংযোগ কেটে যায়। এছাড়া গাছ পড়েও অনেকস্থানে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এমন কি অনেক স্থানে পোলও ভেঙ্গে যায়। এদিকে বছরের প্রথম ধূলিঝড়ে নগরবাসীকে ব্যাপক ভোগান্তিতে পড়েন। যারা বাড়ির বাইরে ছিলেন যানবাহনের কারণে রাস্তায় নিরাপদ আশ্রয় নিয়ে বাড়ি যাবার অপেক্ষা করেন। আর ধুলো ঝড়ে পুরো শহর অন্ধকার হয়ে যায়। 

অপর দিকে ইউএস-বাংলা বিমান ঝড়ের কবলে পড়ে রাজশাহীতে ল্যান্ড করতে না পেরে ৬টা ১০ মিনিটে পুনরায় ঢাকা এয়ারপোর্টে ফিরে যায়। আর নভোএয়ার তাদের যাত্রা বাতিল করে। 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top