কুমিল্লায় দুর্বৃত্তদের হামলায় কাউন্সিলরসহ নিহত ২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১ ০৮:০২; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৬:০২

সংগৃহীত ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলকে নগরের পাথরিয়াপাড়ার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এসময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলসহ নিহত হন দুইজন। এ ঘটনায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার বিকেলে নগরীর সুজানগরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিজ অফিসে কাজ করছিলেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল। এসময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সোহলে, বাদল, হরিপদ, অ্যাডভোকেট সোহল, জুয়েল, রিজু, রাসেল গুলিবিদ্ধ হন।

আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গুলিবিদ্ধ বাকি ২ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ জানিয়েছেন, এলাকার শাহ আলম ও সুমন গ্রুপের সঙ্গে বিরোধ ছিল কাউন্সিলর সোহেলের। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top