মারা গেছেন আল জাওয়াহিরি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০ ২০:০৪; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১১:৩৫

আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি।

বিশ্ব রাজনৈতিক অঙ্গনে আলোচিত সশস্ত্র সংগঠন আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি মারা গেছেন বলে জানা গেছে।

বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে জাওয়াহিরি এক মাস আগে অসুস্থ হয়ে মারা গেছেন বলে উল্লেখ করা হয়।

দলটির শীর্ষ আলোচিত নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর ২০১১ সালে তার দীর্ঘদিনের সহযোগী আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। খবর আরব নিউজের।

ওসামা লাদেনের মতোই তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন।

প্রসঙ্গত, মার্কিন বাহিনীর হাতে ২০১১ সালে পাকিস্তানে প্রাণ হারান ওসামা বিন লাদেন। তিনি নিহত হওয়ার পর আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন।

তবে দলের এই প্রধানের মৃত্যুর বিষয়ে এখনো মুখ খোলে নি আল কায়েদা।এর আগে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল– মার্কিন অভিযানে আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন।

বিশ্ব আলোচিত টুইন টাওয়ার হামলার নেপথ্যে ওসামা বিন লাদেনের এই ঘনিষ্ঠ সহযোগী আয়মান আল জাওয়াহিরিকে দায়ী করে আসছে মার্কিনিরা।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top