দূরে বসে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০২:৪২; আপডেট: ১০ নভেম্বর ২০২২ ০৫:৩৭

সরদার মুক্তার আলী

দূরে বসে

সরদার মুক্তার আলী

ওই যে বস্তা ঘাড়ে করে কে গো কুড়ায় নুড়ি
ডাস্টবিনে জীর্ণ বস্ত্রে লোকজন দেখে ঘুরি।
হাসি ঠাট্টা করে বলে নিশ্চয় প্রেমিক কবি
কোঁকড়া চুলে মাকড়সারা জাল বুনেছে ছবি।

কোমর হতে প্যান্ট খুলে পড়ে পড়ে ভাব তার
অজান্তে তা টেনে উঠায় আব্রু ঢাকে বার বার।
মাছি ঘুরে ভিন ভিন ঘিন ঘিন গন্ধ আসে ছুটে
তবুও সে বস্তা ভরে পলিথিনে ময়লা ঘুটে ।

হঠাৎ করে পিছন হতে এক পাগলী উঠে হেসে
কেউ কি তোমায় ফেরায় নি গো একটু ভালোবেসে
কোন্ সে হৃদয় হীনা নারী ছেড়ে গেছে তোমায়
বেহাল দশা এসে দেখুক ডাস্টবিনে নোংরায়।

ভুলে গেছো কিসের টানে বিষ পেয়ালা গিলে
কেমনে তুমি স্বার্থপর গো প্রতিশোধটা নিলে?
ওখানে কি এমনি করে জেলে রেখে শিখা
প্রেম দরিয়ার স্রোতের ধারা কাব্য করে লিখা।

প্রেমিক কবি ডাস্টবিনে ডাস্টবিনে ঘুরে ঘুরে
তুষাগ্নিতে হায় জ্বলে পুড়ে মরো তুমি দূরে।
সময় মূল্য করনি তুল্য অসময়ে তুচ্ছ ভেবে
অনুশোচনায় অশ্রুতে কি ভালোবাসা দেবে!

অসময়ের ঝরা ফুল গো দুপায়েতে দোলে
আজ কেনো গো দূরে বসে ধন্য ধন্য হলে!



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top