পরিচয়ের সাহিত্য আসরে বক্তারা

সমকালকে ধারণ করে লেখকদের সামনে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫২; আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ০১:৩২

পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর ২০২তম মাসিক সাহিত্য আসর সম্প্রতি অনুষ্ঠিত হয় ভার্চ্যুয়াল মিডিয়ার মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। পঠিত লেখার উপর প্রাণবন্ত আলোচনা রাখেন পরিচয়ের সহসভাপতি কবি ও গবেষক ড. আবু নোমান এবং নতুন এক মাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন। আলোচকগণ পঠিত লেখাগুলোর প্রশংসা করেন। সেইসাথে সমকালকে ধারণ করে আধুনিক লেখকদের লেখা বেশি বেশি পাঠ করার মধ্যদিয়ে নিজেদের লেখাকে আরো বেশি শাণিত করার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে লেখাপাঠ করেন কবি জামাল দ্বীন সুমন, কথাশিল্পী মাতিউর রাহমান, কবি সোহেল মাহবুব, কবি আখতার উল আলম, রম্যলেখক শেখ তৈমুর আলম, কবি মঞ্জিলা শরীফ, কবি শাহজাহান মুহাম্মদ, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল, কবি ও গবেষক ড. মুর্শিদা খানম, কবি নুরুল হক, কবি ফারহানা শরমিন জেনী, কবি সরদার মুক্তার আলী, কবি মতিউর রহমান খান, কবি আনোয়ার রশিদ, কবি সেতাউর রহমান, কবি মুসলিহা তাফহীম, কবি সালেকুর রহমান সম্রাট, কবি আশিকুজ্জামান সুরুজ, কবি সাদরুকা আফরিন, কবি মোহাম্মদ কফিল উদ্দিন, কবি সৌরভ আল হাসান, কবি আসলাম এইচ পাশা, কবি নূরুল হুদা নূরী, কবি মোবারক ইসলাম, কবি হিমেল আহমেদ, কবি আবদুর রাজ্জাক, কবি আবদুল কাদের, কলকাতা থেকে কবি শেখ আবদুল মান্নান, কবি আঞ্জুমনোয়ারা আনসারী, গোহাটী থেকে কবি নাসিরউদ্দিন আহমেদ প্রমুখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top