শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২ ০৯:১২; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৩:৩৬

ছবি: সংগৃহিত

শর্ত সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।

এর আগে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল। এ লক্ষ্যে ডিএমপি কমিশনার বরাবর লিখিত দরখাস্ত পেশ করে বিএনপি।

মূলত, জ্বালানি তেলসহ অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতাকর্মীকে হত্যার প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুরে সমাবেশ করেছে দলটি। আগামী ১৯ নভেম্বর সিলেটে এবং ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

#এমএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top