বিএনপির আন্দোলন ঈদের পর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ জুন ২০২২ ০৪:৩৮; আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১২:৪৭

ছবি: প্রতীকী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে যাওয়ার রূপরেখা তৈরি করছে বিএনপি। সরকারবিরোধী এ আন্দোলনকে ‘সর্বদলীয় যুগপৎ’ রূপ দেওয়ার চেষ্টা থেকে ১১টি বিরোধী দলের সঙ্গেও আলোচনা করেছে তারা। প্রথম ধাপে আরও কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। এরপর দ্বিতীয় ধাপে এই দলগুলোর সঙ্গে লিখিত বক্তব্যের ভিত্তিতে আবারও বৈঠক হবে। সবমিলিয়ে আসন্ন কোরবানির ঈদের পরই পুরো প্রক্রিয়াটি কার্যকর করবে বিএনপি।

বিএনপির সঙ্গে ইতোমধ্যে মতবিনিময় হয়েছে—এমন দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, যুগপৎ কর্মসূচির গড়ে তোলার লক্ষ্যে চলতি জুনেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করার কথা বিএনপির। প্রথম ধাপের আলোচনায় উভয়পক্ষ নিজেদের চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে চিন্তার আদান-প্রদান করলেও দ্বিতীয় ধাপে প্রক্রিয়াটি লিখিত রূপ দেওয়ার পক্ষে মত এসেছে ১১টি সভায়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বিএনপির সঙ্গে আমাদের প্রথম দফায় আলোচনা হয়েছে। দ্বিতীয় দফায় একটি লিখিত রূপের ভিত্তিতে আলোচনা হবে। প্রথম ধাপের আলোচনা চলতি জুনে শেষ হওয়ার কথা।’

একাধিক দলের নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে একটি লিখিত রূপরেখা তৈরি করা হবে। কি ভিত্তিতে অপরাপর বিরোধী দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে, সে বিষয়ে তাতে বিএনপির বক্তব্য থাকবে। প্রাথমিক পর্বে দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় উঠে আসা মতামতগুলো সমন্বয় করা হবে এর সঙ্গে।

একটি দলের সাধারণ সম্পাদক বলেন, ‘যুগপৎ আন্দোলনের রাজনৈতিক বক্তব্য কি হবে, কি কি অঙ্গীকার থাকবে এসব কিছু থাকবে বিএনপির প্রস্তাবে। এটার ভিত্তিতেই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। সেক্ষেত্রে প্রসেস ঈদের পর যাবে, এটাই স্বাভাবিক।’

একাধিক দলের নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে একটি লিখিত রূপরেখা তৈরি করা হবে। কি ভিত্তিতে অপরাপর বিরোধী দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে, সে বিষয়ে তাতে বিএনপির বক্তব্য থাকবে। প্রাথমিক পর্বে দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় উঠে আসা মতামতগুলো সমন্বয় করা হবে এর সঙ্গে।

একটি দলের সাধারণ সম্পাদক বলেন, ‘যুগপৎ আন্দোলনের রাজনৈতিক বক্তব্য কি হবে, কি কি অঙ্গীকার থাকবে এসব কিছু থাকবে বিএনপির প্রস্তাবে। এটার ভিত্তিতেই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। সেক্ষেত্রে প্রসেস ঈদের পর যাবে, এটাই স্বাভাবিক।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top