10137

04/18/2024 রাবির স্যুভেনির শপে চড়া দামে পণ্য বিক্রি, শিক্ষার্থীদের ক্ষোভ

রাবির স্যুভেনির শপে চড়া দামে পণ্য বিক্রি, শিক্ষার্থীদের ক্ষোভ

রাবি প্রতিনিধি

২২ জুন ২০২২ ০৭:০৫

চড়ামূল্যে শিক্ষার্থীদের জন্য পণ্য বিক্রয়ের অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্যুভেনির বিপণনের উপর ক্ষোভ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিপনণ শপটিতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিতসহ নানা পণ্যের সমাহার। তবে বেশির ভাগ পণ্যের দাম বাজারের তুলনায় চড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এছাড়া এসব পণ্যের গুনগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অপরদিকে বর্তমান বাজার মূল্যের হিসেবে পণ্যের দাম স্বাভাবিক বলে দাবি করেন স্যুভেনির শপের প্রধান নির্বাহী কর্মকর্তা।

শিক্ষার্থীদের অভিযোগ, বাজারের তুলনায় এখানে দাম অনেক বেশি। এমন অনেক পণ্য আছে যার দাম আকাশচুম্বী। যা একজন শিক্ষার্থীর পক্ষে ক্রয় করা সম্ভব নয়। এছাড়া মানের তুলনায় পণ্যের দাম বেশির বলেও জানান তারা।

বিভিন্ন পণ্যের দামের ব্যাপারে গত শুক্রবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের অর্ধলক্ষাধিক সদস্যযুক্ত একটি ফেসবুক পেইজে এক শিক্ষার্থী পোস্ট করলে সমালোচনা শুরু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান কমেন্টে লিখেন, ‘সেখানে এমন অনেক জিনিস আছে যার দাম নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেগুলোর দাম বাইরে কমে পাওয়া যায়। শুধু বিশ্বস্ততার জন্য মানুষ স্যুভেনির শপ থেকে কিনে থাকে। কিন্তু তারা কি আদৌ সে বিশ্বাসের মূল্য দিতে পারে।’

তানভীর হোসাইন নামে এক শিক্ষার্থী লিখেন, ‘১০ টাকা সমতুল্যের একটা মাস্ক কিনেছিলাম ৬৫ টাকা দিয়ে। মানের দিক দিয়ে যা একেবারে জঘন্য হয়ে দাড়িয়েছে।’

শিক্ষার্থী সিরাজুল ইসলাম রিফাত নামে এক শিক্ষার্থী অভিযোগ করে ক্যাম্পাসলাইভকে বলেন, ‘স্বাভাবিক কিছু জিনিস আছে যেমন শার্ট, প্যান্ট, টি-শার্ট এগুলো বেশ নিম্ন কোয়ালিটির তার ওপর একদাম দিয়ে বসে আছে বাকি গুলোর কথা না বলি।’

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমান তার ফেসবুক টাইমলাইনে লিখেন, 'স্যুভেনির শপ কি? এটি প্রতিষ্ঠিত করার ব্যাকগ্রাউন্ড কি? এটি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে কি? প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা দরকার তারপর এর প্রশংসা বা সমালোচনা করা যেতে পারে।'

এ বিষয়ে জানতে চাইলে স্যুভেনির শপের ম্যানেজার জুয়েল রানা জানান, ‘আসলে দাম জিনিসটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। একেকজনের কাছে একেক রকম মনে হয়। তাছাড়া পণ্যের পরিমাণ কম হওয়ায় দাম টা একটু বেশি কিন্তু খুব যে বেশি তা কিন্তু নয়। চার রকমের লোগো হওয়ায় দাম একটু বেশি পরে।’

বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির শপের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মো. এনায়েত হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা কি জানে বর্তমান বাজারে পণ্যর মূল্য। আমাদের প্রত্যেকটি পণ্যের কোয়ালিটি ভালো। স্যুভেনির শপে কম দামি থেকে শুরু করে বেশি দামের পণ্যে রয়েছে। একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে তো বেশি দামের পণ্যে ক্রয় করা সম্ভব নয়। বেশি দামের পণ্যেগুলো সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য। প্রতি বছর যখন অ্যালামনাই হয় তখন যে প্রাক্তন শিক্ষার্থীরা আসে যারা ভালো বেতনের চাকরি করে তারা তো কম দামি পণ্যে ক্রয় করবে না। দামি পণ্যেগুলো সাধারণত তাদের জন্য। এছাড়া পণ্যের কোয়ালিটি হিসেবে আমাদের পণ্যের দাম ঠিক আছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]