10257

04/30/2025 ক্রিকেটাররা কেউ দাঁড়ানোর অবস্থায় নেই

ক্রিকেটাররা কেউ দাঁড়ানোর অবস্থায় নেই

রাজটাইমস ডেস্ক

২ জুলাই ২০২২ ০৪:১৮

ভয়ংকর এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হলো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। ফেরিতে করে সেন্ট লুসিয়া থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডমিনিকায় যাচ্ছিলেন টাইগাররা।

শুরুর আধঘণ্টা দলের সবাই বেশ খোশমেজাজে ছিলেন। মজে ছিলেন সমুদ্রের ছবি-সেলফিতে। কিন্তু এরপরই একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন তারা। টাইগারদের আগে যে কারও সমুদ্রযাত্রার অভিজ্ঞতা নেই। বিশাল বিশাল ঢেউয়ের সঙ্গে ভেসে চলা ফেরিতে দীর্ঘ পাঁচ ঘণ্টার যাত্রায় কেউ কেউ বমি করতে করতে ফেরির ‘পাটাতনে’ লুটিয়ে পড়েন।

শরিফুল, সোহান, মিরাজদের দেখা যায় হাতে পলিথিন ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ ধরে বমি করতে। কেউ মোচড় দেন পেট ব্যথায়। কেবল খেলোয়াড়রা নন, দলের সঙ্গে থাকা কর্মকর্তারাও অসুস্থ পড়েন। তাদের মধ্যে আছেন দল ম্যানেজার নাফিস ইকবালও।

৭-১০ ফুট উচ্চতার ঢেউয়ে ‘মোশন সিকনেস’ পেয়ে বসে ক্রিকেটারদের। এমন আতঙ্কিত করা যাত্রায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর নাখোশ সবাই। সবার এখন এক প্রশ্ন, কোনোকিছু বিবেচনা না করে কীভাবে ক্রিকেটারদের এমন বিপদের মুখে ঠেলে দিতে পারল বোর্ড!

এমন জীবনবাজি রেখে টাইগারদের সমুদ্র যাত্রার এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কেউ দাঁড়ানোর অবস্থায় নেই।’

আসলেই এমন ভয়ংকর যাত্রায় কেউ অসুস্থ না হওয়ায় যেন অস্বাভাবিক। সবচেয়ে বেশি খারাপ অবস্থা দাঁড়ায় পেসার শরীফুল ও উইকেটরক্ষক সোহানের। তবে স্বস্তির বিষয় হলো, শেষ পর্যন্ত ডমিনিকায় পৌঁছেছে টাইগাররা। বর্তমানে সুস্থ আছেন দলের সবাই।

অবশ্য বিশ্রামের বেশি সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ডমিনিকাতেই খেলবেন মাহমুদউল্লাহরা। ২ জুলাই প্রথম এবং ৩ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ৭ জুলাই হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তার জন্য বাংলাদেশকে যেতে হবে গায়ানায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]