10304

05/01/2025 জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব

জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব

রাজটাইমস ডেস্ক

৮ জুলাই ২০২২ ০৪:৪৩

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে এক সপ্তাহের মতো বিশ্রাম পাবে বাংলাদেশ দল। এরপর ২৭ জুলাই জিম্বাবুয়ে পৌঁছানোর কথা তামিম-মাহমুদউল্লাহদের। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সুপার লিগের অংশ না হওয়ায় বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট চেয়েছিল অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে দল সাজাতে। কিন্তু সাকিব আল হাসান ছাড়া সবাই জিম্বাবুয়ে সফরে যেতে চাইছেন। তাই বলা যায়, পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল।

আজ বিসিবিতে নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশির ভাগই অ্যাভেইলেবল। তাঁরা সবাই খেলতে চান। সাকিব যাচ্ছেন না, এটা আগেই আমাদের জানিয়েছেন। আজ নির্বাচকদের সঙ্গে আমরা বসেছিলাম। তাঁরা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছেন।’

জালাল ইউনুস আরও যোগ করেন, ‘জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়, কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা সেখানে যেন ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলেছিল, দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্তিশালী বাংলাদেশ দল পাঠাতে চাই।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]