1033

04/29/2025 অচলাবস্থা কাটছে বৃটিশ কাউন্সিলের

অচলাবস্থা কাটছে বৃটিশ কাউন্সিলের

রাজটাইমস ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৭

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হল বৃটিশ কাউন্সিলের। প্রতিষ্ঠানটি ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা গ্রহণের ঘোষণা দিয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি তাদের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বৃটিশ কাউন্সিল তাদের পূর্বের শিডিউল অনুযায়ী অক্টোবর-নভেম্বর ২০২০-এর জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল এবং আন্তর্জাতিক এ-লেভেল পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে।

মহামারী প্রাদুর্ভাবে সৃষ্ট অচলাবস্থায় ধৈর্য্য ধরার জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবক সর্বোপরি সরকারি আন্তরিকতাকে ধন্যবাদ জানায় প্রতিষ্ঠানটি।

মহামারী প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বৃটিশ কাউন্সিল বিশ্বব্যাপী মে-জুন সিরিজটি বাতিল করে। অক্টোবর-নভেম্বর ২০২০ সিরিজ-এ পরীক্ষা দিতে প্রায় পাঁচ হাজার ২০০ শিক্ষার্থী গত জুলাই-আগস্টে রেজিস্ট্রেশন করেছে। এই পরীক্ষায় আর্ট এবং ডিজাইন সংক্রান্ত কোয়ালিফিকেশন ব্যতীত, ইউকে এক্সাম বোর্ড শুধু পরীক্ষার ভিত্তিতেই পরীক্ষার্থীদের মূল্যায়ন করবে।

অন্যদিকে, দেশে এখনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিলে প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি ক্লাস মূল্যায়নের মাধ্যমে তাদের গ্রেড পয়েন্ট দেওয়া হোক। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]