10382

05/03/2025 মাঙ্কিপক্সের ঝুঁকি হ্রাসে স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ ভারতের

মাঙ্কিপক্সের ঝুঁকি হ্রাসে স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ ভারতের

রাজ টাইমস

২০ জুলাই ২০২২ ০৪:৪৫

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে মাঙ্কিপক্স ছড়িয়ে যাওয়ার ঝুঁকি হ্রাসে সকল স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে।

সোমবার কেরালায় দেশটিতে দ্বিতীয় ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার পর মন্ত্রণালয় এই নির্দেশ জারি করে। ৩১ বছর বয়সী লোকটি গত সপ্তাহে দুবাই থেকে কেরালায় আসেন।

ভারতে ১৪ জুলাই দক্ষিণ কেরালার কোলাম জেলায় মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তির দেহে মারাত্মক ভাইরাস জ্বর দেখা দেয়। রোগের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ ওই রাজ্যের ১৪টি জেলায় সতর্কতা জারি করে।

কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই এ ব্যাপারে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্ট্রাল টিম মোতায়েন করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]