10434

05/02/2025 ছেলে ভর্তিচ্ছু,ভর্তি পরিক্ষা কমিটিতে রাবি অধ্যাপক!

ছেলে ভর্তিচ্ছু,ভর্তি পরিক্ষা কমিটিতে রাবি অধ্যাপক!

রাবি প্রতিনিধি

২৪ জুলাই ২০২২ ০৮:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ জুলাই। এদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে এহসানুল আলম একজন ভর্তি পরিক্ষার্থী। আর 'এ' ইউনিটের পরীক্ষা কমিটিতে আছেন অধ্যাপক জাহাঙ্গীর।

তবে নিয়মানুসারে সন্তান বা পরিবারের কেউ ভর্তিচ্ছু থাকলে পরীক্ষা কমিটিতে থাকতে পারেন না সংশ্লিষ্ট অধ্যাপক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাগর বলেন, "এক্ষেত্রে নিয়ম হলো যদি পরীক্ষা কমিটির সাথে সংশ্লিষ্ট কারো ফাস্টব্লাডের বা ছেলেমেয়ে, ভাইবোন ভর্তিচ্ছু থাকেন সেক্ষেত্রে তিনি আবেদন করে অব্যাহতি নিবেন। তিনি প্রশ্ন করা, খাতা দেখা, হল পরিদর্শন এধরণের কোনো দায়িত্বে থাকবেন না।"

ভর্তি পরিক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এহসানুল বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি এই তিনটি ইউনিটের ভর্তি ফর্ম তুলেছেন। এই তিনটি ইউনিটের তার ভর্তি পরিক্ষার প্রবেশপত্রের কপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। প্রবেশপত্রে দেখা যায় যে, পরিক্ষার্থীর বাবার নাম লিখা মোঃ জাহাঙ্গীর আলম এবং মায়ের নাম মোছাঃ তাহমিনা ইয়াসমিন। এবং প্রবেশ পত্রের ছবিটি প্রফেসর জাহাঙ্গীর আলমের ছেলের ছবি তা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানলেও ভর্তি পরিক্ষা কমিটি থেকে বাদ দেওয়া হয়নি প্রফেসর জাহাঙ্গীরকে। যেটি বিশ্ববিদ্যালয়ের আইন ও নীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন কয়েকজন শিক্ষক।

পরীক্ষা কমিটিতে রয়েছেন এমন একজন শিক্ষক নাম না প্রকাশ শর্তে বলেন, "পরিক্ষা কমিটির সমন্বয়ক ও প্রশাসনকে মৌখিকভাবে তারা জানালেও এখন পর্যন্ত কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করেননি। বরং বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে প্রশাসন।"

তবে প্রফেসর জাহাঙ্গীর আলম ভর্তি পরিক্ষা কমিটিতে থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, "আমি কোন কমিটিতেও নাই এবং কাজের মধ্যেও নাই।"

এবিষয়ে জানতে চাইলে এ ইউনিটের ভর্তির পরিক্ষার কো-অর্ডিনেটর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. ইলিয়াস হোসাইন বলেন, "আমরা নিয়মের মধ্যে থেকেই সবকিছু করছি, জাহাঙ্গীর আলম এ, বি, সি এবং ডি ইউনিটে নিয়মের মধ্যে থেকেই কাজ করছেন।"

২০২১-২২ শিক্ষাবর্ষে এ' ইউনিটে (মানবিক) চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৬৭২৩৭ জন, 'বি' ইউনিটে (বাণিজ্য) ৩৮৬২১ জন এবং 'সি' ইউনিটে (বিজ্ঞান) ৭২৪১০ জন। ৩ টি ইউনিটে সর্বমোট আবেদনকারীর সংখ্যা ১৭৮২৬৮ জন।

এ বছর শুধু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০, সময় থাকবে ১ ঘণ্টা এবং পাশ নম্বর থাকবে ৪০ এবং আগামী ২৫, ২৬ ও ২৭ জুলাই এই তিন দিনব্যাপী পরিক্ষা অনুষ্ঠিত হবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]