10/31/2025 রাবির প্রাক্তন ছাত্রের ব্যারিস্টার এট ল ডিগ্রি অর্জন।
 
        
      রাবি প্রতিনিধি
২৯ জুলাই ২০২২ ০৩:৪৬
-2022-07-28-17-45-22.jpg) 
      আইন শিক্ষার মর্যাদাপূর্ন ডিগ্রি ব্যারিস্টার-এট-ল লাভ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জাকির হোসাইন খান। তিনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দি অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন হতে এই ডিগ্রি লাভ করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০০২ -২০০৩ সেশন এবং ২৬ তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় হতে ২০০৭ শিক্ষাবর্ষে এলএলএম সম্পূর্ণ করে ২০০৯ সালে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষে ইংল্যান্ডে পাড়ি জমান। পরে ২০১৫ সালে নর্থউমব্রিয়া ইউনিভার্সিটি হতে পুনরায় এলএলবি সম্পূর্ণ করেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে সফলতার সাথে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি হতে বার এট ল কোর্স সম্পূর্ণ করেন।
পরবর্তীতে গত ২৬ শে জুলাই ২০২২, লিংকনস ইন, কল টু বার অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার অফ দি বেঞ্চের পক্ষে ট্রেজারার জনাথন ক্রোও (কুইন কাউন্সেল) তাকে ব্যারিস্টার এট ল ডিগ্রি প্রদান করেন।
তিনি ঢাকা জেলার দোহার থানাধীন মাহমুদপুর ইউনিয়ন-এর হাজী আবুল কাশেম খান এবং হাজেরা খানম দম্পতির তৃতীয় সন্তান।
তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তিনি আর ও বলেন; শিগ্রই ইংল্যান্ড থেকে দেশে ফিরে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে নিজেকে আইন পেশায় নিযুক্ত করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। এছাড়া নবীন আইন শিক্ষার্থীদের জন্য বিলেতে আইন ডিগ্রি নিতে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।