10572

05/01/2025 আর কবে ভুল থেকে শিখবেন ক্রিকেটাররা, প্রশ্ন মাহমুদের

আর কবে ভুল থেকে শিখবেন ক্রিকেটাররা, প্রশ্ন মাহমুদের

রাজটাইমস ডেস্ক

৪ আগস্ট ২০২২ ০৫:৪৮

জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে মোসাদ্দেক-নুরুল হাসানরা।

জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার নিয়ে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, দলের পারফরম্যান্সে আমি খুব হতাশ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন আরও বলেন, আমরা বারবার বলি নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে; কিন্তু আমরা কবে সে শিক্ষাটা নেব? আমি পুরোপুরি ক্রিকেটারদেরকেই দোষ দেব। তাদের প্রয়োগ সম্পূর্ণ ভুল ছিল।

জিম্বাবুয়ে চলতি সফরের শুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের তুরুপের তাসে পরিণত করে ২০৫ রানের রানের পাহাড় গড়ে। রানের সেই পাহাড় ডিঙ্গাতে নেমে ১৭ রানে হারে টাইগাররা।

তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের উদ্বোধনী ওভার থেকে শুরু করে প্রথম ৭ ওভারের মধ্যেই প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে স্বাগিতক দলের প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সৈকত। ৩১ রানে ৫ উইকেট হারানো দলটি সিকান্দার রাজার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে।

টার্গেট তাড়ায় লিটন দাসের ঝড়ো ফিফটিতে ভর করে ১৫ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।

মঙ্গলবার হারারেতে সিরিজের অঘোষিত ফাইনালে ১৫৭ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ১০ রানে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]