1058

05/07/2024 পদত্যাগ করলেন টোগোর প্রধানমন্ত্রী ক্লাসোউ

পদত্যাগ করলেন টোগোর প্রধানমন্ত্রী ক্লাসোউ

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০ ০০:১৩

পশ্চিম আফ্রিকার দেশ টোগোর প্রধানমন্ত্রী কোমি সালোম ক্লাসোউ ও তার দল দেশটির সরকার থেকে পদত্যাগ করেছে। এএফপি

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট ফাউরি গনাসিংবের দফতরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পদত্যাগের তথ্য প্রচার করা হয়।

প্রচারিত বিবৃতিতে প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং তার দলকে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রচেষ্টার এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট সত্ত্বেও উৎসাহব্যঞ্জক ফলাফলের জন্য অভিনন্দন জানানো হয়।

ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হওয়া দেশটির নির্বাচনে প্রেসিডেন্ট গনাসিংবে চতুর্থ মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর টোগোতে রাজনৈতিক পুনর্গঠনের কথা থাকলেও মহামারী করোনাভাইরাসের কারণে তা বিলম্বিত হয়।

গনাসিংবে পুনঃনির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার পরিবারের রাজবংশীয় শাসনের মেয়াদ ৫০ বছর ছাড়াল।

তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন নিরপেক্ষ হয়নি এমন দাবি দেশটির প্রধান বিরোধী দলীয় প্রার্থীর। তার অভিযোগ নির্বাচনে তিনি সরকারি হয়রানির মুখে পড়েন। তাই এ বিজয় বিতর্কিত ।

ফরাসির শাসন থেকে মুক্ত হওয়া দেশটির বর্তমান প্রেসিডেন্টের পিতা গনাসিংবে ইয়াদামা মারা যাওয়ায় ২০০৫ সালে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি ৮০ লাখ জনসংখ্যার এ দেশের নেতৃত্ব দিয়ে আসছেন। ইয়াদামা ৩৮ বছর দেশ শাসন করেন।

অন্যদিকে, সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ক্লাসোউ ২০১৫ সাল থেকে টোগোর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, টোগোতে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ৭২২ জন আক্রান্ত এবং ৪৪ জনের মৃত্যু হয়েছে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]