10680

04/30/2025 স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

রাজটাইমস ডেস্ক

১২ আগস্ট ২০২২ ০৬:০৪

বগুড়ার সোনাতলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী সুলতানা বেগম রুমাকে গলাকেটে হত্যার ১০ বছর পর স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বগুড়ার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াছমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোবহান আলী (৪৫) সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব বলেন, সাংসারিক নানা বিষয় নিয়ে স্ত্রী সুলতানা বেগম রুমার সঙ্গে সোবহান আলীর ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা নিয়ে আবারও তাদের ঝগড়া হয়। একপর্যায়ে সোবহান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। এরপর মরদেহ বাথরুমে ফেলে রাখেন। এ ঘটনায় রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় সোবহান আলীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোনাতলা থানার এসআই মহিউদ্দিন আদালতে চার্জশিট দেন। গ্রেপ্তারের পর থেকে সোবহান কারাগারে রয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ১০ বছর এ মামলার রায় হয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]