1071

05/09/2024 বোকো হারামের হামলায় ১৫ নাইজেরিয়ান নিরাপত্তাকর্মী নিহত

বোকো হারামের হামলায় ১৫ নাইজেরিয়ান নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৪

আবার ও হামলা চালিয়েছে নাইজেরিয়ার নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বোকো হারাম। গ্রুপটির হামলায় দেশটির ১৫ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। খবর সিনহুয়া

আন্তর্জাতিক গণমাধ্যম সিনহুয়া স্থানীয় পত্রিকা প্রিমিয়াম টাইমসের বরাত দিয়ে জানায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে সরকারি নিরাপত্তা কর্মকর্তা বহনকারী গাড়িতে বোকো হারাম গ্রুপ হামলা চালায়।

হামলার শিকার নিরাপত্তা কর্মকর্তারা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজ্যটির বাগা শহরে ফেরত আসা শত শত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষকে অভ্যর্থনা জানাতে তারা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের উপর হামলা করা হয়।

সশস্ত্র এই হামলায় আট পুলিশ, তিন সেনা ও বেসরকারি টাস্কফোর্সের চার সদস্য নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় স্থানীয় কর্মকর্তাদের এসকর্ট দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এ হামলায় পুলিশের কর্মী বাহক একটি সাঁজোয়া ও রাজ্য সরকারের একটি যানবাহনও হাইজ্যাক করা হয়।

বোর্নো রাজ্যের মুনগুনো অঞ্চলটিতে এটি দ্বিতীয়বারের মত সশস্ত্র হামলা। বোর্নোর মুনগুনো অঞ্চলটি বিপজ্জনক বলে মনে করা হয়। এ অঞ্চলে অতীতে সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা বেশ কয়েকটি অপহরণের ঘটনা প্রত্যক্ষ করা গেছে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]