10788

05/12/2025 অসুস্থ হয়ে হাসপাতালে এমপি শহিদুল ইসলাম বকুল

অসুস্থ হয়ে হাসপাতালে এমপি শহিদুল ইসলাম বকুল

রাজটাইমস ডেস্ক

২২ আগস্ট ২০২২ ০৭:১৬

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। শনিবার (২০ আগস্ট) বিকেলে একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, শনিবার বিকেলে লালপুর এলাকায় একটি অনুষ্ঠানে অতিরিক্ত গরম, উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিকজনিত কারণে এমপি শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে এমপি শহিদুলকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাসা নেওয়া হয়। আজ সকালে হঠাৎ করে তার গায়ে জ্বর দেখা দেয় ও ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

কোনো ভয়ের আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ডাক্তার তাদের জানিয়েছেন ডায়রিয়ার কিছুটা উন্নতি হয়েছে। তবে গায়ে প্রচণ্ড জ্বর রয়েছে তার। আশা করছি, দ্রুত সেরে উঠে বাসায় ফিরবেন তিনি।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুর রাজ্জাক জানান, আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ও গ্যাস্টিকজনিত সমস্যা রয়েছে। তিনি নিয়মিত ওষুধ সেবন করেন। শনিবার ঘুম কম হওয়া ও গ্যাস্টিকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। আজ সকাল হঠাৎ করেই গায়ে প্রচণ্ড জ্বর আসে এবং ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুরে তাকে উন্নত চিকিৎসা দিতে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]