10795

05/02/2025 স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

রাজটাইমস ডেস্ক

২৩ আগস্ট ২০২২ ০৬:২১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক চেকআপ শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বাসায় পৌঁছান তিনি।

এর আগে বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। ৪টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় সঙ্গে ছিলেন খালেজা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় পৌঁছালেও এখনো তার সর্বশেষ শারীরিক অবস্থার ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিন সকালে বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকালে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।

হাসপাতালে নেয়ার আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এখন তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত।

তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]