10825

05/15/2025 একনজরে আজকের বাংলাদেশ

একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

২৪ আগস্ট ২০২২ ২২:৩৬

গ্যাস-বিদ্যুতের সংকটে চরমে, বৃহৎ শিল্প খাতে উৎপাদন ব্যাহত

দেশে ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। ফলশ্রুতিতে বিপাকে পড়ছে দেশের উৎপাদনশীল শিল্প কারখানা। ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন কার্যক্রম। খবর বণিক বার্তার।

লিঙ্ক

বেসরকারি খাতের বিদেশী ঋণ পরিশোধ, ব্যাংক খাতে নতুন মাথাব্যাথা

নানামুখী সমস্যায় জর্জরিত দেশের অর্থনীতি। বিপর্যস্ত দেশের ব্যাংক খাত। ঋণ খেলাপী সমস্যায় জটিল পরিস্থিতিতে ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে আরেক সমস্যা দাঁড়িয়েছে বেসরকারি খাতের বিদেশী ঋণ পরিশোধ। খবর বণিক বার্তার।

লিঙ্ক

আসামে ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

ভারতের আসাম রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ। রাজ্য সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কাছে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। খবর টিবিএসের।

লিঙ্ক

এক্সচেঞ্জ হাউজগুলোতে ডলারের বাড়তি দাম

ডলার নিয়ন্ত্রিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কমছে ডলারের দাম। এদিকে, এক্সচেঞ্জ হাউজগুলো আগের মতো রেমিট্যান্সের ডলারের জন্য বেশি দাম চাইলেও বেশিরভাগ ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের শাস্তি এড়াতে এত দাম দিয়ে হাউজগুলো থেকে ডলার কিনতে চাইছে না। খবর টিবিএসের।

লিঙ্ক

ইভিএম ব্যবহার হবে সর্বোচ্চ ১৫০ আসনে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির যুগ্মসচিব আসাদুজ্জামান আরজু। খবর টিবিএসের।

লিঙ্ক

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]