10919

04/29/2024 ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কমে ১৭২

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কমে ১৭২

রাজটাইমস ডেস্ক

৩১ আগস্ট ২০২২ ০৫:৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় চার হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন পাঁচ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৩ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৬৬ শতাংশ।

সোমবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৪ শতাংশ। আজ মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ০৮ শতাংশে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৬০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২৯ জন। শনাক্তের হার ৩ দশমিক ৯২ শতাংশ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]