10928

04/30/2024 রাজশাহীতে চালুর একদিন পরই বন্ধ হলো সিটি সার্ভিস

রাজশাহীতে চালুর একদিন পরই বন্ধ হলো সিটি সার্ভিস

রাজটাইমস ডেস্ক

৩১ আগস্ট ২০২২ ০৭:১১

একদিন চলার পরই বন্ধ হয়ে গেলো রাজশাহী মহানগরীতে বাস চলাচল। মঙ্গলবার (৩০) সকাল থেকে মহানগরীতে বাস চলাচল বন্ধ রয়েছে। সেইসঙ্গে বাড়ছে না অটোরিকশার ভাড়া।

বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উপ-যানবাহন শাখার সভায় এ সিদ্ধান্ত হয়।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী মহানগরীতে চলাচলকারী সব অটোরিকশায় আগের ভাড়া বহাল থাকবে। আগামীতে অটোরিকশা ও চার্জার রিকশার ভাড়া বৃদ্ধির বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিবেচনা করবে।

এর আগে অটোরিকশা (ছয় আসনবিশিষ্ট) চলাচল বন্ধ থাকায় ভোগান্তি কমাতে সোমবার (২৯ আগস্ট) বিকেল থেকে পুরো নগরীজুড়ে ৩০টি সিটি বাস সার্ভিস চালু করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ।

সিটি বাস সার্ভিস চালুর পরপরই অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করে নেয় রাজশাহী মহানগর ইজিবাইক চালক শ্রমিক সমিতি।

সমিতির সভাপতি মফিজ উদ্দিন বলেন, ‘গাড়ি বন্ধ রাখা সম্ভব নয়। গাড়ি চলবে। ভাড়া বাড়ানোর কথা চিন্তায় এক দল এ আন্দোলন করে।’

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক ইন্সপেক্টর-১ আতাউল আল কোরাইশী, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, মহানগর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মফিজুল হক, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল প্রমুখ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]