10984

04/20/2024 রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন

রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৯

দীর্ঘ ছয় বছরেও গ্র্যাইচুটির টাকা না পাওয়ায় তিন দফা দাবিতে রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শনিবার বেলা দশটায় কেন্দ্রীয় কমর্সূচীর অংশ হিসেবে মিল গেটে আন্দোলন করে।

এ সময় বক্তারা বলেন, রাজশাহীর চিনি কলের ২৩৩ জনের পাওনা ২১ কোটি ১৩ লাখ টাকা। টাকা না দেয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সংসারের ব্যায় মিটিয়ে দিতে পারছেন না সন্তানের পড়াশোনার খরচ। অনেকেই অসুস্থতায় ভুগছেন, অনেকই অর্থাভাবে মৃত্যুবরণ করেছেন। আন্দোলনকারীদের দাবি, পাওনা বকেয়া গ্রাইচুইটির টাকা আগামী মাসের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে প্রদান করতে হবে উৎসব, বৈশাখী ও চিকিৎসা ভাতা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]