11033

03/29/2024 রাজনৈতিক সমঝোতা হলে সব আসনে ব্যালটে ভোট: সিইসি

রাজনৈতিক সমঝোতা হলে সব আসনে ব্যালটে ভোট: সিইসি

রাজটাইমস ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:২১

দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে প্রয়োজনে ব্যালটের মাধ্যেমে ভোট করতে নির্বাচন কমিশন রাজি আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার ইসি সচিবালয়ে তিনি বলেন, ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে প্রয়োজনে ব্যালটে ভোট করতে রাজি কমিশন।

৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোট না করার বিষয়ে ৩৯ নাগরিক যে বক্তব্য দিয়েছেন, তারা ইভিএমের ত্রুটির বিষয়টি কমিশনে এসে তুলে ধরুক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার আহ্বান জানান দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ঐকমত্য ছাড়াই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি যে কমিশনের এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরও প্রকট করে তুলবে। আমরা আবারও একটি ব্যর্থ নির্বাচনের কবলে পড়বো, যা জাতি হিসেবে আমাদের চরম সংকটের দিকে ধাবিত করবে।

গত ২৩ আগস্ট ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের সভায় সিদ্ধান্তের পর আবারও ইভিএম নিয়ে সরগরম হয়ে উঠে রাজনীতির মাঠ। কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এ নিয়ে সমালোচনার ঝড় বইয়ে চলেছে বিরোধী শিবিরে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই দেড়শ’ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ইসির।

সিইসি জানিয়েছিলেন, কারও বিরোধিতা কিংবা চাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। ইভিএম ব্যবহারের এ সিদ্ধান্ত কমিশনের নিজস্ব।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেদিন সিইসি সাফ জানিয়ে দেন সবার মতামত পর্যালোচনা করে সুষ্ঠু নির্বাচনের জন্যই এ সিদ্ধান্ত। এ মেশিনের মাধ্যমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।

তিনি আবারও জানান, কেউ যদি ভোট কক্ষে বসে প্রার্থীকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য না করে, তাহলে এ মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। সে ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সিইসি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]