11040

05/16/2025 ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম

ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম

রাজটাইমস ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৩

আবারো বৃদ্ধি পেল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে নতুন ধাপে বাড়ল এই গ্যাসের দাম। খবর বণিক বার্তার।

আগস্টে জ্বালানি পণ্যটির দাম কমিয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বরের জন্য নির্ধারিত নতুন মূল্যহার অনুযায়ী ১২ কেজির প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ১৬ টাকা বেড়েছে। এতে সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৫ টাকা, যা গতকাল থেকেই কার্যকর হয়েছে।

গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক। সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। গাড়িতে ব্যবহূত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৬ টাকা ৮৫ থেকে বেড়ে ৫৭ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। তাই সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এ সময় মোহাম্মদ আবু ফারুক বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমেছে। যদিও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। ৪ সেপ্টেম্বর এলপিজির দাম ঘোষণার কথা থাকলেও এলপিজি মালিকদের সঙ্গে ডলারের দাম নির্ধারণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আমরা এলপিজি কোম্পানিগুলোকে তাদের এলসি সেটলমেন্টের কাগজপত্র দিতে বলেছিলাম। ১৬টি প্রতিষ্ঠান কাগজপত্র জমা দিয়েছে। সব যাচাই-বাছাই করেই এবার ডলারের মূল্য বিবেচনায় এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বরের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি টন ৬৫০ ও ৬৩০ ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫: ৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৬৩৭ ডলার বিবেচনায় এ দাম নির্ধারণ করেছে কমিশন।

সেপ্টেম্বরে প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যহার অনুযায়ী সাড়ে পাঁচ কেজির সিলিন্ডারের দাম ৫৬৬ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ২৩৫, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ২৮৬, ১৫ কেজির দাম ১ হাজার ৫৪৪, ১৬ কেজির দাম ১ হাজার ৬৪৬, ১৮ কেজির দাম ১ হাজার ৮৫২, ২০ কেজির দাম ২ হাজার ৫৮, ২২ কেজির দাম ২ হাজার ২৬৪, ২৫ কেজির দাম ২ হাজার ৫৭১, ৩০ কেজির দাম ৩ হাজার ৮৬, ৩৩ কেজির দাম ৩ হাজার ৩৯৬, ৩৫ কেজির দাম ৩ হাজার ৬০০ এবং ৪৫ কেজির দাম ৪ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৭ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা আগস্টে ছিল ৫৬ টাকা ৮৫ পয়সা। এ হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দাম বেড়েছে ৭ পয়সা। জুলাইয়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।

এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম কিছুটা বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম আগস্টে ছিল শূন্য দশমিক ২১৮৬ টাকা। সেপ্টেম্বরে এটি বেড়ে হয়েছে শূন্য দশমিক ২২১৪ টাকা।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ আগস্ট ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ থেকে ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

মূল খবরের লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]