11089

03/29/2024 ভারতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ভারতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক: 

১৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:০০

 

সাফ নারী চ্যাম্পিয়নশিপে রীতিমত উড়ছে বাংলাদেশ। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলার মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে সাবিনা খাতুনের দল।

নেপালের কাঠমুন্ডুতে রেফারির শেষ বাঁশি বাজার সাথেই উল্লাসে মাতে বাংলাদেশের নারী ফুটবলরা। ভারতের সঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবলে লাল-সবুজ জার্সিধারীদের জয় মানেই আনন্দের। কেননা টিম ইন্ডিয়ার সঙ্গে ফুটবলে হার যেন নিয়মিত হয়ে পড়েছিল।

গতকাল শ্রীলঙ্কার কলম্বোতে সাফের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে হারে বাংলার যুবারা। আজ নারী দল নেপালের মাটিতে সেই হারের প্রতিশোধ নিয়েছে তা বলাই যায়।

ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নেয়। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুন থ্রু ঠেলে দেন প্রতিপক্ষ বিপদসীমায়। এক পা ঘুরে স্বপ্না বল পান। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

দশ মিনিট পরই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার। থ্রো ইন থেকে বাংলাদেশ আক্রমণ রচনা করে। কৃষ্ণা বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ রাখেন। ডিফেন্ডার বাঁধা দেয়ার চেষ্টা করলেও কৃষ্ণা প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

ভারত সাফে নারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল। প্রথমার্ধে সেই ভারতের বিপক্ষেই রীতিমতো ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে আরো এক গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সাবিনারা। শেষ দিকে ধি দল আর কোন গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারানোয় বাংলাদেশ সেমিফাইনালে ভূটানের বিপক্ষে লড়বে। অপরদিকে আরেক সেমিফাইনালে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]