11099

04/26/2024 মশা বেশি কামড়ায় কেন

মশা বেশি কামড়ায় কেন

রাজটাইমস ডেস্ক: 

১৪ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৮

 

কেন? আমাকেই কেন এত মশা কামড়ায়? এই প্রশ্ন কি প্রায়ই আপনার মনে ঘুরপাক খায়? বহু খুঁজেও উত্তর পাচ্ছেন না? অনেক সময়ে এমন হয়, কোথাও বসে আড্ডা দিচ্ছেন, আপনার পাশেই বসে থাকা মানুষটিকে মশা কামড়ানো তো দূরে থাক, তার ধার-কাছেও যাচ্ছে না। আর আপনি মশার জ্বালায় অতিষ্ট! কী কারণে এমনটা হয় জানেন?

১) বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু লোককে মশা সত্যিই বেশি ‘ভালবাসে’! যাদের শরীর থেকে ঘামের মাধ্যমে ল্যাক্টিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া বেশি পরিমাণে নির্গত হয়, তাদের মশা বেশি কামড়ায়।

২) যাদের রক্তের গ্রুপ ‘ও’, অন্যদের তুলনায় তাদের মশা একটু বেশিই ‘পছন্দ’ করে।

৩) মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জিনও।

৪) কার্বন ডাই-অক্সাইডকে ধরেই মশারা তাদের কামড়ানোর উপযুক্ত লোক খোঁজে। যাদের শরীর থেকে বেশি মাত্রায় এই গ্যাস নির্গত হয়, তাদেরই কিন্তু মশারা বেশি হামলা করে।

৫) অন্তঃসত্ত্বা বা অতিরিক্ত মেদযুক্ত মানুষের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।

৬) গাঢ় রঙের জামা পরলেও মশা বেশি ধেয়ে আসে। এটা অবশ্য আমরা অনেকেই জানি।

৭) আপনি কি বিয়ার খান? তা হলে মশাও আপনাকে বেশি কামড়াবে। সমীক্ষায় দেখা গেছে, বিয়ার খাওয়ার পর আমাদের ঘাম থেকে ইথানলের গন্ধ বেরোয়। তা মশাদের বেশি আকৃষ্ট করে।

সূত্র: আনন্দবাজার

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]