111

05/05/2024 জনদুর্ভোগের অপর নাম পুঠিয়া-তাহেরপুর সড়ক

জনদুর্ভোগের অপর নাম পুঠিয়া-তাহেরপুর সড়ক

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া

১৮ জুন ২০২০ ০১:২৯

রাজশাহীর পুঠিয়া হতে বাগমারা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। জেলা সড়ক ও জনপথ বিভাগের অধিনে এই সড়ক পুঠিয়া এবং বাগমারা উপজেলাসহ নওগাঁ জেলার বেশকিছু এলাকার সাধারণ মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম।

সড়কটির সঠিক রক্ষনা-বেক্ষনের অভাবে ১৮ বছর থেকে এই সড়কে চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এর মধ্যে সড়কে দু’বার সংস্কার কাজ করা হলেও তা বছর না যেতেই পূর্বের রুপে ফিরে আসে। এদিকে চলতি বছর ৩ জানুয়ারী এই সড়কটি সম্প্রসারণ ও পূণঃনির্মাণ করতে একনেক ১৩০ কোটি টাকা অনুমোদন দেয়। তবে বর্ষা মৌসুম এলেও এখনো সড়কের কাজ শুরু হয়নি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, পুঠিয়া-বাগমারা ২৭ কিলোমিটার সড়কটি ১৯৮৫ সালে কার্পেটিং করা হয়। এর কয়েক বছর পর সড়কের বেশীর ভাগ স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি ২০০৪ সালে পুঠিয়া হতে তাহেরপুর পর্যন্ত ১৭ কিলোমিটার সংস্কার কাজ করা হয়। এরপর ২০০৭-০৮ অর্থবছরে বন্যা পুনর্বাসন তহবিলের ৩০ লাখ টাকায় রাস্তাটির ১৩ কিলোমিটার সংস্কার কাজ করা হয়। সর্বশেষ গত পাঁচ বছর আগে ৫ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে পুঠিয়া সদর থেকে তাহেরপুরহাট পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কটি সংস্কার করা হয়।

তবে উচ্চতা অনেক কম হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটির কয়েকটি স্থানে পানি যাতায়াত করে। যার কারণে সড়কটি পুণঃসংস্কার করা হলেও টেকসই হয় না।

পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, জনবহুল এই সড়কটি দীর্ঘদিন থেকে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে আছে। পুঠিয়া দুর্গাপুর ও বাগমারা আসনের বতর্মান সাংসদদের প্রচেষ্টায় চলতি বছরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে ১৩০ কোটি টাকা বরাদ্ধ অনুমোদন দিয়েছেন। রাস্তাটি ২৪ ফুট চওড়া ও ২৭ কিলোমিটার দীর্ঘ হবে। দেশে করোনাভাইরাসের কারণে নির্মাণ কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।

পথচারীরা অভিযোগ তুলে বলেন, বর্তমানে পুরো সড়কজুড়ে গর্তের সৃষ্টি হওয়ায় মাঝে মধ্যে বিভিন্ন স্থানে যানবাহনগুলো আটকে যাচ্ছে। আবার অনেক সময় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে রাস্তাতেই পড়ে থাকছে।

তারা আরো বলেন, সড়কটি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির শিকার। যার কারণে সংস্কার করার কিছু দিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত ও ভাঙ্গন শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা নিজেদের অনিয়ম রক্ষা করতে মাঝে মধ্যে সড়কের কয়েকটি স্থানে ইট-বালু দিয়ে বড় গর্তগুলো বন্ধ করে। কিন্তু কিছু দিনের মধ্যে তা পুরনো রুপে ফিরে আসে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

পুঠিয়ার শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, এই সড়কে দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা, নাটোরের নলডাঙ্গা ও নওগাঁ জেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন চলাচল করেন। সড়কটি সংস্কারে অনিয়মের ব্যাপারে সংশ্লিষ্ট দফতরে কয়েকবার লিখিত ও মৌখিক ভাবে অভিযোগ দিয়েছি। সড়ক ও জনপথের লোকজন মাঝে মধ্যে ভাঙাচোরা দু’এক স্থানে এসে নামমাত্র কিছু ইট-বালু ফেলে চলে যায়।

এ ব্যাপারে রাজশাহী জেলা সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, একনেকে অনুমোদিত ১৩০ কোটি টাকা নতুন বরাদ্ধে রাস্তাটি ২৪ ফুট চওড়া করা হবে। গত দু’দিন আগে এই সড়কের জিও পাস হয়েছে। সড়কটি পুঠিয়া সদর থেকে বাগমারা উপজেলা পর্যন্ত ২৭ কিলোমিটার দৈর্ঘ্য হবে।

আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে টেন্ডার আহবান করা হবে। তবে এই বর্ষা মৌসুমে কাজ শুরু করা সম্ভব নয়। আর সড়কটি জরাজীর্ন স্থান গুলো পর্যায় ক্রমে আমরা ইট-বালি দিয়ে যানবাহন চলাচলের উপযোগি রাখছি।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]