11189

05/01/2025 শনিবার শুরু এশিয়া কাপ

শনিবার শুরু এশিয়া কাপ

রাজটাইমস ডেস্ক

১ অক্টোবর ২০২২ ০৭:৪৯

 

আগামীকাল শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে নারী দলের এশিয়া কাপ। ১৫ দিনের খেলায় ম্যাচ হবে ২৪টি। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।

  • ২০১৮ সালে টুর্নামেন্টের সবশেষ আসরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই খেলা শুরু করবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

এবারের আসরে ৭টি দল নারী এশিয়া কাপে অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে- ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত এই প্রথমবার মেয়েদের এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে।

প্রতিটি দল গ্রুপপর্বে মোট ৬টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।

সকালের ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]