11322

01/02/2026 অর্থনীতিতে ‘নোবেল’ পেলেন ৩ জন

অর্থনীতিতে ‘নোবেল’ পেলেন ৩ জন

রাজটাইমস ডেস্ক

১১ অক্টোবর ২০২২ ০৩:০৫

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার (যা অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বা আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার হিসেবে পরিচিত) পেয়েছেন তিন অর্থনীতিবিদ বেন এস. বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিগভিগ।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার ২০২২ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

এদিন স্টকহোমের স্থানীয় সময় বেলা ১১টা বেজে ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা বেজে ৪৫ মিনিট) এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে। তাদের তিনজনই মার্কিন নাগরিক।

গত বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স। শ্রম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডেভিড কার্ড ও কারণগত সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য বাকি দুই অর্থনীতিবিদ নোবেল পুরস্কারে ভূষিত হন।

সূত্র: যুগান্তর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]