11328

01/02/2026 নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই: নসরুল হামিদ

নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই: নসরুল হামিদ

রাজটাইমস ডেস্ক: 

১১ অক্টোবর ২০২২ ০৬:৪০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই।

সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, লোডের কারণে দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হচ্ছে। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে।

তিনি বলেন, চেয়েছিলাম অক্টোবর থেকে লোডশেডিংই থাকবে না। কিন্তু গ্যাস আনতে না পারায় সেটা করতে পারলাম না। অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

নসরুল হামিদ বিপু বলেন, আশা করেছিলাম, অক্টোবর থেকেই ভালো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু শিল্পে চাহিদা বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। যার কারণেই সমস্যা দেখা দিয়েছে।

সূত্র: আমার সংবাদ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]