11366

05/03/2024 বাংলাওয়াশ সিরিজে হ্যাটট্রিক হার টাইগারদের

বাংলাওয়াশ সিরিজে হ্যাটট্রিক হার টাইগারদের

রাজটাইমস ডেস্ক: 

১৩ অক্টোবর ২০২২ ২৩:২৩


বাংলাদেশের ১৭৪ রান তাড়া করে দুর্দান্ত ব্যাট করেছেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে খেললেন যথাক্রমে ৫৫ ও ৬৯ রানের দুর্দান্ত ইনিংস।

শেষ দিকে বাংলাদেশি বোলারদের তুলোধোনা করলেন মোহাম্মদ নওয়াজ। ২০ বলে ৪৫ রানের দাপুটে ইনিংস খেলে এক বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এ তরুণ তুর্কি।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত বাংলাওয়াশ সিরিজের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। অন্যদিকে সিরিজের সবকটি তথা টানা চার ম্যাচ হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

বাংলাওয়াশ সিরিজে নিজেরাই ওয়াশ হয়ে সাকিব জানালেন, ত্রিদেশীয় সিরিজটা টাইগারদের জন্য বেশ কঠিনই ছিল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতি ম্যাচেই দলে উন্নতি দেখছেন তিনি, যা আসন্ন বিশ্বকাপে ইতিবাচক প্রভাব ফেলবে।

পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এ সিরিজটি আসলেই বেশ কঠিন ছিল (আমাদের জন্য)। তবে আমরা আজ আমাদের সেরা খেলা খেলেছি। শেষ ওভারে ব্যাট হাতে আমরা আরও বেশি রান করতে পারতাম। আমরা যে অবস্থানে ছিলাম আমরা আরও বেশি রান করতে পারতাম। ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিং করলে আমরাও পারতাম। আজ আমাদের বোলিংটা ভালো হয়নি। আমরা বিশ্বকাপের পরিকল্পনা সম্পর্কে এখন বেশ পরিষ্কার।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]