05/10/2025 একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক
১৫ অক্টোবর ২০২২ ২৩:০৯
১.এইও সুবিধা চালু করতে নতুন উদ্যোগ এনবিআরের
আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম প্রচলিত বাণিজ্য সুবিধা অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও)। এই সুবিধা পুরোদমে চালু করতে নতুন উদ্যোগ নিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ। খবর টিবিএসের।
২. বিদ্যুৎ এর বিকল্প খুঁজছে উদ্যোক্তারা
দেশের উৎপাদন ব্যবস্থার প্রাণ হল বিদ্যুৎ। নানা সময়ে সংকট দেখা দেয় এই বিদ্যুৎ এর। ফলে এই সংকট থেকে পরিত্রাণে বিকল্প খুঁজছে উদ্যোক্তারা। খবর টিবিএসের।
৩. গুচ্ছের ভর্তি শুরু ১৭ অক্টোবর থেকে
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। খবর বণিক বার্তার।
৪. কৃষিতে প্রবৃদ্ধির প্রত্যাশা বেশী থাকলেও ঋণের প্রবাহ কম
বিশ্বের যে কোন দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনাময় কৃষি খাত। এই খাতকে যত প্রযুক্তিকরণ করা হবে এবং কৃষকদের যত বেশী সহায়তা দেয়া হবে, তত বেশী প্রবৃদ্ধির সম্ভবনাময় থাকবে এই খাত। খবর বণিক বার্তার।
৫. ময়মসিংহে চলছে অঘোষিত ধর্মঘট
ময়মসিংহেদ বিএনপির বিভাগীয় সমাবেশ ঠেকাতে চলছে অঘোষিত ধর্মঘট। সরেজমিনে এমন দৃশ্যই দেখা গেছে। খবর ডেইলি স্টারের।