11458

05/12/2025 রাজশাহীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আরএমপি কমিশনার

রাজশাহীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আরএমপি কমিশনার

রাজটাইমস ডেস্ক

১৯ অক্টোবর ২০২২ ০৬:৫৬

রাজশাহীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। সোমবার ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায়, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (PRUS) রাজশাহীর উদ্যোগে সংস্থার ভাটাপাড়ার কার্যালয়ে সর্ব সাধারণের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো: আসাদুজ্জামান চৌধুরী রাসেল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক, চাইল্ড সাইড ফাউন্ডেশন গ্লোবাল এর চক্ষু বিশেষজ্ঞ ডা: মোছা: নাজমীন নাহার ও মনিটরিং অফিসার সিরাজুল হক, মোসা: শারমিন বেগম, সাধারণ সম্পাদক, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রাজশাহী-সহ বিনামূল্যে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও সংস্থার সদস্যবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]