11476

05/21/2024 বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির বিশ্বসেরা সাকিব

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির বিশ্বসেরা সাকিব

রাজটাইমস ডেস্ক: 

২০ অক্টোবর ২০২২ ০৫:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক সুখবর পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থানে সাকিব আল হাসান। আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে এই সিংহাসন পুনরুদ্ধার করলেন টাইগার অধিনায়ক।

  • বুধবার (১৯ অক্টোবর) আইসিসি প্রকাশিত অলরাউন্ডার র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে আবারও শীর্ষস্থান দখল করলেন সাকিব।

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দল পুরো ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ১৫৪ রান করেন তিনি, যা নিজ দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। যার সুবাদে নিজের পুরনো জায়গায় ফিরলেন তিনি।

আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। সাকিবের চেয়ে ২২৬ পয়েন্ট নিয়ে তার পরেই আছেন নবি। তিন নম্বরে থাকা ইংল্যান্ডের মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮।

এদিকে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিশ্বকাপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনেই। স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সপ্তম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]