11528

12/05/2024 গাইবান্ধায় কবিদের মিলনমেলা ও সাহিত্যসভা অনুষ্ঠিত

গাইবান্ধায় কবিদের মিলনমেলা ও সাহিত্যসভা অনুষ্ঠিত

রাজটাইমস ডেস্ক

২৩ অক্টোবর ২০২২ ০৮:০১

'ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গাইবান্ধার ভাষায় আলাদা একটা মিশ্রণ ফ্লেভার আছে। যে কারণে গাইবান্ধার সাহিত্যে ভিন্নতর আমেজ পাওয়া যায়। বিশ্বাস, ঐতিহ্য এবং দেশপ্রেমকে ধারণ করে আধুনিকতার নিরিখে সাহিত্য রচনা করতে হবে। এজন্য ব্যাপক অধ্যয়ন দরকার। বিশ্বায়নের প্রভাবে নতুন প্রজন্মের সাথে সাথে বড়রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যান্ত্রিক নির্যাতন থেকে জাতিকে রক্ষা করতে হলে লেখক গবেষক সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে।' জাগ্রত সাহিত্য পরিষদ গাইবান্ধার উদ্যোগে আয়োজিত সাহিত্যিকদের মিলনমেলায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।

শিশুসাহিত্যিক মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূরের সভাপতিত্বে এবং কবি মোঃ মামুনুর রশিদ মন্ডল এর উপস্থাপনায় ২২ অক্টোবর শনিবার কবিদের মিলনমেলা ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা শহরের নাসা কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের সভাপতি কবি মোঃ আমিনুল ইসলাম, কবি নাসরিন রেখা, নদী বিষয়ক গবেষক এ কে এম ফেরদৌস আলম, কবি সুলতান উদ্দিন আহমেদ, কবি আবদুল হাদি, কবি আবুল কাশেম ইয়াসবির, সাংবাদিক শফিউল ইসলাম, কবি লিপু রহমান, কবি আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত একাংশ

প্রাণবন্ত এই আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি নিরু আরজুমান লাভলী, মিজান আহসান, অঞ্জলী রানী দেবী, আবুল কালাম আজাদ, জান্নাতুন নাঈম, তায়েব হোসেন, এম এ মমিন মিয়া, একরামুল হক, মোহসীন আলী, নাবিল আহমেদ, আমিনুল ইসলাম, আকতারুজ্জামান সুলতান, আবু তাহের, রিয়াদ হাসান, আসাদুজ্জামান ছোয়াদ, দিলার হাসান, নাজিদ মিয়া, মানিক লাল সরকার, সানজিদা আক্তার, মাসুম আবদুল্লাহ, মমতা রানী চাকী, ডা: ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম আজাদ, মুরসালিন সুলতানা মীম, সুমাইয়া আক্তার স্নিগ্ধা, রোকাইয়া জাহান রুকু, মাহিশা ফারজানা মিশু, আশিক বিন ফারাবি, মাসউদ রানা ইরফান, সুমাইয়া নূর, মাহফুজুর রহমান মাহফুজ, শহিদুর রহমান, মোর্শেদা বেগম, সহিদুর রহমান সাইজী, আহসানুল হাবিব, আনোয়ার রশিদ, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, ফিরোজ কবীর, আবদুল লতিফ, তাপস মন্ডল, ময়নুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, আহাদ খন্দকার, আরিফুর রহমান সোহাগ, কুসুম কলি, জান্নাতুল ফেরদৌসী জেমি, শাহনাজ পারভীন শেলী, শরীফা ইসলাম রানী, নাজিরা জাহান, হারুন মোহাম্মদ আফজাল, মাজহারুল ইসলাম, ময়নুল ইসলাম মন্ডল, হাফিজার রহমান, মোকছেদ আলী, আল আমিন মোহ, অর্পণ ঠাকুর, রাসেল আহমেদ, কামরুন নাহার বেলা, রফিক উদ্দিন আহমেদ ডিজু, শফিউল ইসলাম, এম এ মমিন প্রমুখ। কবিতার পাশাপাশি গানের সুরে মাতিয়ে রেখেছিলেন শিল্পী মাসুম আবদুল্লাহ, মানিক লাল সরকার, আহসানুল হাবিব, নাজির হোসাইন আনোয়ার, জাকিরুল ইসলাম প্রমুখ।

মনোজ্ঞ এই আয়োজনে ৬ জন কুইজ বিজয়ীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গাইবান্ধাসহ অন্যান্য জেলা থেকে আগত শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]