11559

05/10/2025 শতভাগ বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ আরও দীর্ঘ হবে: নসরুল হামিদ

শতভাগ বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ আরও দীর্ঘ হবে: নসরুল হামিদ

রাজটাইমস ডেস্ক

২৫ অক্টোবর ২০২২ ০০:২৫

শতভাগ বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ আরও দীর্ঘ হবে। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বৃদ্ধির শঙ্কা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস’র সভাপতির সম্মানার্থে এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সুবর্ণ আসর: বন্ধন ও বন্ধুত্ব’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বিদ্যুতের যে এতো সংকট হবে তা আমরা কল্পনাও করি নাই। দেশব্যাপী উন্নয়ন হচ্ছে, নতুন ভবন হচ্ছে প্রয়োজন পড়ছে বিদ্যুতের। তাই সারাদেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ আরও দীর্ঘ হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে কাঁচামালের যোগান ঘাটতি হওয়ায় ভবিষ্যতে উৎপাদন ব্যয় আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]