11629

05/11/2025 নিবন্ধন নিয়ে আবারো আলোচনায় ‘জামায়াত’

নিবন্ধন নিয়ে আবারো আলোচনায় ‘জামায়াত’

ডেস্ক নিউজ

২৭ অক্টোবর ২০২২ ১১:২১

আদালতের রায়ে বাতিল হয়ে গেছে জামায়াতে ইসলামীর নিবন্ধন। এর দীর্ঘদিন পর সম্প্রতি নতুন নামে তাদের আত্মপ্রকাশের আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। সেই ধারাবাহিকতায় বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে।

দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট অনোয়ারুল ইসলাম চাঁন এবং জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন মুহা. নিজামুল হক। নিবন্ধনের আবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমাদের দলের সবাই তরুণ প্রজন্মের। এখানে কোনো যুদ্ধাপরাধী নেই। জামায়াতের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই।

এর আগে বুধবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, শর্ত পূরণ করে ভিন্ন নামে জামায়াত ইসির নিবন্ধন পেতে পারে।

ইসি বলেন, ‘জামায়াতের কেউ যদি যুদ্ধাপরাধী না হয় এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে শর্ত পূরণ করে ভিন্ন নামে তাদের নিবন্ধন পেতে কোনো বাধা নেই।’

সূত্র: ইত্তেফাক।। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]