05/04/2025 আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরাই উৎসব পালিত
রাজটাইমস ডেস্ক
২৮ অক্টোবর ২০২২ ০৫:৩৬
আদিবাসীদের সংস্কৃতি রক্ষার প্রত্যয়ে উৎসব মুখর পরিবেশে সাপাহারের খিদিরপুর আদিবাসী পল্লীতে পালিত হলে ঐতিহ্যবাহী সহরাই উৎসব।
কারিতাসের আশা প্রকল্পের আর্থিক সহযোগীতায় আদিবাসী গ্রাম পরিষদের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০ টায় শিশুদের ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে এ উৎসব উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আদিবাসী মহিলাদের বিবাহিত দল ও অবিবাহিত দলের মাঝে ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ ফুটবল প্রতিযোগীতায় বিবাহিত দল ২-০ গোলে জয়লাভ করে। বিকালে অনুষ্ঠানের মূল পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাপাহার ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম। আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি বুদ্দিনাথ কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ডিএম দীপক এক্কা, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফুলজান শিউস মারান্ডি, সাপাহার মাঠ কর্মকর্তা পুষ্পিতা মার্ডি, পত্নীতলা মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, সুপার ভাইজার কস্তান টিনা টপ্য, ভবেশ উড়াও, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। নৃত্যানুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দল গুলো মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।