11648

05/22/2024 ব্যাট-বলের ব্যর্থতায় ১০৪ রানে হারল টাইগাররা

ব্যাট-বলের ব্যর্থতায় ১০৪ রানে হারল টাইগাররা

রাজটাইমস ডেস্ক

২৮ অক্টোবর ২০২২ ০৮:০২

খর্ব শক্তির নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পেল বড় হারের তিক্ত স্বাদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সুপার টুয়েলভের ম্যাচে প্রোটিয়াদের কাছে ১০৪ রানে হেরেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের সামনে ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য তুলে দেয় দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে‍‍`তে মাত্র ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ।

ব্যাট হাতে জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করেন সৌম্য সরকার। প্রথম ওভারেই দুই ছক্কা তোলেন। পরেই ফিরে যান ৬ বলে ১৫ রান করে। প্রথম ওভারে চার মারা শান্ত আউট হন ৯ বলে ৯ করে। নরকিয়ার একই ওভারে আউট হন তারা। নরকিয়ার পরের ওভারে সাকিবও (১) ফেরেন।

ব্যর্থ হন আফিফ হোসেনও। তিনি রাবাদার বলে ১ রান করে আউন হন। এক প্রান্তে লিটন দাস কিছুক্ষণ থাকলেও একে একে মেহেদি মিরাজ (১১), মোসাদ্দেক হোসেন (০), নুরুল হাসান (২) সাজঘরে ফিরে আসেন। লিটন দাস ফিরে যান ৩১ বলে একটি করে চার ও ছক্কায় ৩৪ রান করে। শেষে তাসকিন একটি চারে ১০ এবং মুস্তাফিজ এক ছক্কায় ৯ রান করলে ১০১ রান তুলে ১৬.৩ ওভারে অলআউট হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]