05/04/2025 চারঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত
নজরুল ইসলাম বাচচু
৩১ অক্টোবর ২০২২ ০৩:৩৯
জাতীয় প্রেস কাউন্সিল থেকে দেশ সেরা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তরের এমন প্রাপ্তিতে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর চারঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে চারঘাট পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।
যুগান্তর পরিবারকে বাংলাদেশ প্রেসকাউন্সিল পদক-২০২২ অর্জন করায় শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন,বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যুগান্তর সব সময় সোচ্চার ভুমিকা পালন করে আসছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে অবিচল ভাবে যুগান্তর তার নিজ গতিতে সকল পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। যুগান্তর ঢাকা ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলের খবর পরিবেশনের যে রিতি ধরে রেখেছে তাতে যুগান্তরের আগামীর পথচলা আরো সুদৃঢ হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।