11708

05/22/2024 বিশ্বকাপের আগে ইনজুরিতে আর্জেন্টাইন গোলরক্ষক

বিশ্বকাপের আগে ইনজুরিতে আর্জেন্টাইন গোলরক্ষক

রাজটাইমস ডেস্ক

৩১ অক্টোবর ২০২২ ০৬:৩২

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। দলগুলো নিচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তবে আসন্ন বিশ্বকাপে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা দলে যেনো কারো নজর লেগেছে।

একের পর এক ইনজুরিতে পড়ছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা। অ্যানহেল ডি মারিয়া, পাওলো দিবালা ও লিয়ান্দ্রো পারাদেসের পর এবার সে তালিকায় নাম লিখিয়েছেন দলের গোলবারের একমাত্র ভরসা ইমিলিয়ানো মার্টিনেজ।

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার (২৯ অক্টোবর) নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামে অ্যাস্টন ভিলা। ম্যাচের ৩৫তম মিনিটে মাথায় আঘাত পান অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। সতীর্থ থাইরন মিংসের হাঁটু গিয়ে আঘাত করে মার্টিনেজের মাথায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন মার্টিনেজ। কিছুক্ষণের মধ্যেই মাঠ ছেড়ে যান এই গোলকিপার।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল এক বিবৃতিতে জানান, 'মাথা ঘুরানোর কারণে মাঠ ছেড়েছেন মার্টিনেজ। তেমন কোনো গুরুতর বিষয় মনে হচ্ছে না। তবে মেডিকেল টিম তার রুটিন চেকআপের পরেই সম্পূর্ণ রিপোর্ট দিবে'।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]