120

05/05/2024 বাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশ চীনের বিশেষজ্ঞরা

বাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশ চীনের বিশেষজ্ঞরা

রাজ টাইমস ডেস্ক:

২২ জুন ২০২০ ০৫:৪০

বাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন সফররত চীনের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের করোনা পরিস্থিতিতে সহযোগিতার জন্য গত ৮ জুন জন্য ঢাকায় আসে এই প্রতিনিধি দল।
তারা বলছেন, করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। নমুনা পরীক্ষাও খুবই কম।

আজ রবিবার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন।

বাংলাদেশ সফরকালে চীনের বিশেষজ্ঞ দলটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে। এ সময় তারা দেশের করোনা ভাইরাস মহামারি নিয়ে আলোচনা করেন। তারা করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শও দিয়েছেন।

আগামীকাল সোমবার সফর শেষ করে দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]