12005

05/11/2025 মাদক সেবনের সময় গ্রেপ্তার ইউপি মেম্বার

মাদক সেবনের সময় গ্রেপ্তার ইউপি মেম্বার

রাজটাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২২ ০৮:২২

রাজশাহীর বাঘায় মাদক সেবনের সময় পুলিশের হাতে ধরা পড়লেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। তিন সঙ্গী নিয়ে মাদক সেবনে ব্যস্ত ছিলেন ইউপি মেম্বার। বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটকদের নামে মাদক সেবনের অভিযোগে মামলা দিয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।

আটকরা হলেন, আড়ানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বেড়েরবাড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে আবুল কালাম, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নওশাদ আলী, জামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, খায়ের উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।

বাঘা থানার পুলিশ জানায়, তারা সন্ধ্যার পর বেড়েরবাড়ি সরকারি প্রাইমারি স্কুল মাঠে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]