12046

05/03/2025 ইবিতে দুর্নীতি বিরুদ্ধে র‍্যালি

ইবিতে দুর্নীতি বিরুদ্ধে র‍্যালি

ইবি প্রতিনিধি:

১৪ নভেম্বর ২০২২ ০৫:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে  দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনাতায় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুজিব ম্যুরালের সম্মুখে এসে তা সংক্ষিপ্ত আলোচনা সভায় রূপ নেয়।

“আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”-এই প্রতিপাদকে সামনে রেখে দুর্নীতি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে র‍্যালি আয়োজন করে কতৃপক্ষ।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, “বর্তমান সরকারের নেতৃত্বে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এবং সফলভাবে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে সামনে এগিয়ে চলেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক ড মোঃ মাহবুবুর রহমান বলেন, আমি দুর্নীতি করব না, অন্যকেও দুর্নীতি করতে দেবো না, এই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সময় লাগবে না।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিষ্টার এইচএম আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী এছাড়াও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরিন ও সর্বস্তরের শিক্ষার্থীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]